ঝিনাইদহের সুরাট বাজারে যাদু খেলার আড়ালে চলছে নগ্ন নৃত্য

ঝিনাইদহের সদর উপজেলার সুরাট বাজারে যাদু খেলার আড়ালে যাত্রার নামে নগ্ননৃত্য ও জুয়ার আসর চলায় এলাকাবাসি চরম ক্ষুদ্ধ হয়ে উঠেছে। মাইকে যাদু দেখানোর কথা বলা হলেও যুবতীদের দিয়ে গভীর রাত পর্যন্ত চলছে উলঙ্গ নৃত্য। এ ঘটনায় এলাকার যুব সমাজ বেসামাল হয়ে উঠেছে। ঝিনাইদহ শহর থেকে স্কুল কলেজে পড়–য়া যুবকরা ছুটছে এই নগ্ন নৃত্য দেখতে। এলাকাবাসির অভিযোগ জেলার সদর উপজেলার সুরাট বাজারে গত কয়েকদিন ধরে যাদু খেলার দেখানোর কথা বলে শহরে ও গ্রামঞ্চলে মাইকিং করা হয়। প্যান্ডেলে ঢুকে তাজ্জব বনে যায় আগত দর্শকরা। বদ্যযন্ত্রের তালে বস্ত্রহীন যুবতী মেয়েদের নগ্ন নৃত্য দেখে অনেকেই বিব্রকর অবস্থায় পড়ছে। সুরাট বাজার কমিটির ব্যানারে এ সব অশ্লীল কর্মকান্ড পরিচালিত হলেও প্রশাসনের কোন পদেক্ষপ নেই। সরেজমিন দেথা গেছে পুলিশের সামনেই গভীর রাতে একপাশে চলছে নগ্ন-অর্ধ নগ্ন নৃত্য অপর পাশে চলছে জুয়ার আসর। প্রতিরাতে ৫০ টাকা থেকে ১০০ শত টাকার টিকিটের মাধ্যমে এই অপকর্ম চলছে। পুলিশ সদস্যরা আয়োজকদের টাকায় আপ্যায়িত হয়ে চলে আসছেন। এলাকার মুরব্বীরা জানান, এ ভাবে চলতে থাকলে এলাকার যুবসমাজ ধ্বংস হয়ে যাবে। এলাকাবাসি অভিযোগ করেছে স্থানীয় কতিপয় সরকারী দলের নেতার ইন্ধন ও সদর থানা পুলিশের সহায়তায় গভীর রাতে জুয়া ও অশ্লীল কর্মকান্ড চালানো হচ্ছে। ঝিনাইদহ শহরের আদর্শপাড়া ও মহিলা কলেজপাড়ার কয়েজন যুবক নাম প্রকাশ না করার শর্তে জানান, এ রকম অশ্লিলতা দেখা যায় না। এতে সমাজের চরম ভাবে অবক্ষয় ঘটবে। এ ব্যপারে সুরাট ইউপি চেয়ারম্যান কবির হোসেন জোয়ারদার কেবি সাংবাদিকদের জানান, প্রশাসনের অনুমতি নিয়েই আমরা যাদু খেলা দেখাচ্ছি। সেখানে কোন অশ্লিলতা নেই। ঝিনাইদহ সহকারী পুলিশ সুপার সদর সার্কেল মোঃ নজরুল ইসলাম জানান, আমরা এ বিষয়টি জানতাম না। খোজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। বিষয়টি নিয়ে জেলা প্রশাসক মোঃ শফিকুল ইসলাম দ্রুত ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন।
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment