ঝিনাইদহ শহরে শিবিরের মিছিলে পুলিশের বাধা, ৪ শিবির কর্মী আটক

শাহারিয়ার রহমান রকি, ঝিনাইদহ, ২৮-০৬-১৪:
ঝিনাইদহ শহরের শেরে-এ বাংলা সড়কের হাটের রাস্তার সামনে থেকে ছাত্র-শিবির আজ সকাল সাড়ে ৯টার দিকে মাহে রমজান উপলক্ষে একটি মিছিল বের করার চেষ্টা করে। এ সময় পুলিশ মিছিল কারীদেরকে ধাওয়া দিলে তারা ছত্র-ভঙ্গ হয়ে যায়। তখন পুলিশ ঘটনাস্থল থেকে ৪ শিবির কর্মীকে আটক করে। ঝিনাইদহ সদর থানার উপ-পরিদর্শক মোঃ দাউদ হোসেন জানান, জেলা শহরের শেরে-এ বাংলা সড়ক থেকে আজ শনিবার সকালে ছাত্র-শিবির একটি মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে। এতে শিবির কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়।
এসময় ৪ শিবির কর্মীকে আটক করা হয়। আটককৃতরা হল ইব্রাহিম হোসেন (২২), মাহবুবুর রহমান (২০), জসিম উদ্দিন (২৩) ও মোজাহিদ হোসেন (২৪) । পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে।

Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment