বাংলাদেশে
বর্তমানে শিক্ষিত বেকারের সংখ্যা কত তা জানেন না শ্রম ও
কর্মসংস্থানমন্ত্রী মো. মুজিবুল হক চুন্নু। আজ রবিবার জাতীয় সংসদে বাজেট
অধিবেশনে নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ছবি বিশ্বাসের এক প্রশ্নের জবাবে
মন্ত্রী একথা জানান। মন্ত্রী বলেন, বেকার সংখ্যা নির্ণয়ের কোনো জরিপ
মন্ত্রণালয় থেকে পরিচালিত হয় না। যে কারণে শিক্ষিত বেকারের সংখ্যা জানা
নেই। তবে পরিসংখ্যান ব্যুরোর লেবার ফোর্স সার্ভে, ২০১০ অনুসারে দেশে কর্মরত
লোকের সংখ্যা ৫৪.১ মিলিয়ন।
দেশে বছরে কতজন শিক্ষিত বেকার (নারী-পুরুষ) শ্রম বাজারে আসছে তারও কোনো
তথ্য তার মন্ত্রণালয়ে নেই বলে স্বীকার করেন মন্ত্রী। তবে পরিসংখ্যান
ব্যুরোর লেবার ফোর্স সার্ভে, ২০১০ অনুসারে দেশে বেকার লোকের সংখ্যা ২.৬
মিলিয়ন।
বেকার সমস্যা সমাধানে সরকারের পরিকল্পনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে
চুন্নু বলেন, মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইতোমধ্যে সারাদেশে অবস্থিত ২৬টি
কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে কর্মসংস্থান উপযোগী ১৯টি ট্রেডে বছরে
২৫ হাজার বেকারকে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে গড়ে তোলা হচ্ছে। তিনি আরও বলেন,
প্রশিক্ষণ শেষে আত্মনির্ভরশীল পেশায় নিয়োজিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ
নিয়েছে।
Blogger Comment
Facebook Comment