সোজা
বাংলায় যাকে বলে
বাঘের গর্জন। ঠিক
সেভাবেই চিলির তারকা
অ্যালেক্সিস সানচেজ হুমকি
দিলেন-‘স্পেনকে হারিয়েছি, এবার
ব্রাজিলকেও হারাব।’
আজই
দ্বিতীয় রাউন্ডের প্রথম
ম্যাচে স্বাগতিক ব্রাজিলের মুখোমুখি চিলি।
তার আগে বার্সা
সতীর্থ ও ব্রাজিলিয়ান তারকা
নেইমারকে এভাবেই হুশিয়ারি জানালেন সানচেজ। গ্রুপ
পর্বে চিলি হারায়
২০১০ বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
এবং অস্ট্রেলিয়াকে। হার
শুধু ডাচদের কাছে।
গ্রুপে দ্বিতীয় হয়েই
চিলি এখন ব্রাজিলের প্রতিপক্ষ।
এমন ম্যাচের আগে সানচেজ বলছিলেন-‘প্রথম কথা হচ্ছে আমাদের জিততে হবে। আমরা সেই প্রস্তুতি নিয়েই ব্রাজিলের বিপক্ষে নামব। ব্রাজিল বিশ্বকাপে আমরা এসেছি ইতিহাস গড়ার লক্ষ্যে। আমরা ইতোমধ্যেই গ্রুপ পর্বে হারিয়েছি গতবারের বিশ্ব চ্যাম্পিয়নকে। যদিও নেদারল্যান্ডসের সঙ্গে হেরেছি, কিন্তু সেই ম্যাচের ভুলগুলো থেকে আমরা শিক্ষা নিয়েছি। সেগুলো
Blogger Comment
Facebook Comment