ঝিনাইদহের মহেশপুর উপজেলার মালাধরপুর গ্রামের দুই সন্তানের জননীকে দীর্ঘদিন ধরে মোবাইলে উত্যক্ত করার দায়ে সোহেল রানা নামে এক পুলিশ সদস্যকে গ্রামবাসি আটক করেছে। ঝিনাইদহ পুলিশ লাইনস এ কর্মরত কনস্টেবল সোহেল রানা যশোরের চৌগাছা উপজেলার বাদে খানপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে। গৃহবধুর ভাই মিজানুর রহমান জানান, তার ভগ্নিপতি চৌগাছার বাদে খানপুর গ্রামের আমিন উদ্দীনের ছেলে আনোয়ার হোসেন মালদ্বিপ থাকার কারণে পুলিশ কনস্টেবল সোহেল রানা প্রায় তার বোনকে উত্যক্ত করতো। এ নিয়ে গ্রামাবাসি ও সোহেল রানার পরিবারের সঙ্গে বহুবার আপোষ মিমাংসা এমনকি আর উত্যক্ত করবে না বলে মুচলেকা দিয়ে স্ট্যাম্পে লেখাপড়াও করা হয়। তারপরও লম্পট সোহেল রানা থামেনি। তিনি আরো জানান, বৃহস্পতিবার মধ্যরাতে সোহেলরানাকে তার নিজ গ্রাম থেকে আটক করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়। বিষয়টি নিয়ে সোহেল রানার পক্ষে তার এলাকার চেয়ারম্যান মধ্যস্থতার প্রস্তাব ও চাপ দেওয়ার কারণে এখনো মামলা করতে পারেনি। এ ব্যাপারে মহেশপুর থানার সহকারী উপ-পরিদর্শক ইসাহাক আলী জানান, সোহেল রানা নামে এক যুবক মহেশপুর থানায় আটক আছে। তবে কেও এখনো কোন অভিযোগ করেনি। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম শাহজাহান আলী ঘটনার সত্যতা স্বীকারে করে জানান, ছুটিতে থাকা অবস্থায় পুলিশ কনস্টেবল সোহেল রানা অপকর্ম করেছিল। তিনি আরো জানান, শুনেছি মহিলার পরিবারের সঙ্গে আপোষ রফার চেষ্টা চলছে। তিনি জানান, আপোষ হলেও শৃংখলা ভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment